• Sat. Mar 15th, 2025

Baba|বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়|James|Nogor baul|Bangla lyrics|

Bymelomasum

Oct 21, 2024
ছেলে আমার বড় হবে” মাকে বলত সেকথা
“হবে মানুষের মত মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়”
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত “ও খোকা!

Bijli|ও বিজলী চলে যেওনা|James|Nogor baul|Bangla lyrics|


যখন আমি থাকবো না
কি করবি রে বোকা?”

স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা “মানিক কোথায় আমার ওরে বুকে আয়”

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত “কোথায় খোকা ওরে বুকে আয়”
বাবা কত রাত, কত রাত দেখিনা তোমায়

“ছেলে আমার বড় হবে” মাকে বলত সেকথা
“হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়”
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত “খোকা ও খোকা
কি করবি রে বোকা?”

এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *