• Fri. Nov 1st, 2024

Baro Mash|আমি ১২ মাস তোমায় ভালোবাসি|Lyrics|L R B|

Bymelomasum

Jul 15, 2024
WELLCOME TO MELOMASUM.COM

আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে
আসছে মাসে নাহয় পত্র দিও
আসছে মাসে নাহয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি ১২ মাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

ও আমি ১২ মাস তোমার আশায় আছি
ও আমি ১২ মাস তোমার আশায় আছি
ও আমি ১২ মাস তোমার আশায় আছি

THANKS FOR VISIT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *