• Sat. Jan 25th, 2025

Beche Theke Labh Ki Bol|Arijit sing| – New Version|Lyrics|

Bymelomasum

Jul 14, 2024
wellcome to melomasum.com

বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল

মন কোথা কার

জানি স্বপ্ন তার পাতায় কত কি

কত যত্নে লিখেছি আর দেখেছি

যা চলে তুই ও..

সব ভুলে তুই

যা চলে তুই ও..

সব ভুলে তুই

কেন হয় এমন মনে নেই তো মন

হাওয়া বড়ই বে-রঙিন

নারে না নয় সহজ পাওয়া তোর মতন

আর কাউকেও কোনোদিন

হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম

চোখে শুকিয়ে গেল জল

বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুজেছে জবাব অচল

মন কোথা কার

কি যে বলবো আর এ দূরত্ব টার

দেখি নেই রে কোনো শেষ

তবু দেখ না তুই বসে পাশ’টা তেই

গেলি আলোকবর্ষ দেশ

হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম

চোখে শুকিয়ে গেল জল

বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুজেছে জবাব অচল

মন কোথা কার

যা চলে তুই ও..

সব ভুলে তুই

যা চলে তুই ও..

সব ভুলে তুই

যা চলে তুই ও..

সব ভুলে তুই

thanks for visit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *