বেখেয়ালি মনে, ভেবেছি দু’জনে
বেখেয়ালি মনে, ভেবেছি গোপনে
বেখেয়ালি মনে, ভেবেছি দু’জনে আদরের চাদরে, নেব তোকে মুড়িয়ে
বৃষ্টি চাস বারো মাস?
ভিজি আয় বেখেয়ালি মনে, ভেবেছি গোপনে
বেখেয়ালি মনে, ভেবেছি দু’জনে আলোর ঐ দেশে সাত রং মেশে
সেই রঙে তোকে রাঙাবো
রাত্রি গড়িয়ে বুকে জড়িয়ে
তোর ভোরের এই ঘুম ভাঙাবো আদরের চাদরে, নেব তোকে মুড়িয়ে
বৃষ্টি চাস বারো মাস?
ভিজি আয় প্রেমের অন্তরা লিখছি মনগড়া
তোকে সুরে সুরে ভেবে যাই
মনের ছবিটায়, শেষের কবিতায়
তোকে বারে বারে খুঁজে পাই আদরের চাদরে, নেব তোকে মুড়িয়ে
বৃষ্টি চাস বারো মাস?
ভিজি আয় বেখেয়ালি মনে