সময়ের সাপলুডো বোর্ডের গুটি হয়ে,
ভাবো যদি ঘুরে আসা যায়
পদচিহ্নের ধারাপাতের সাথী হয়ে। ছিল কত মানুষের বিচিত্র সামিয়ানা
এ রঙ্গীন শহরে ছিল কত যে ঠিকানা,
পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়।
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খুলে যাবে দ্বার, কত পারাপার,
কত কত মানুষের স্বপ্ন মাখা শহর। হরেক মাল ৫ টাকা, শুনে ঘরে ছোটাছুটি
মাদারী বাঁদর নাচায়, ঘিরে তাকে হুটোপুটি।
গোলাপি রঙের বুড়ির চুলের ডাক
শিলে কাটা নকশা মসলায় মিশে যায়।
ও.. ধুনুরির বাজনায় তুলো গুলো নেচে ওঠে
কাবুলির পেস্তার রঙ চোখে ফুটে ওঠে। পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়,
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।