• Wed. Dec 11th, 2024

Bhalo Achi Bhalo Theko chords

Bymelomasum

May 30, 2024
(G) ভাল আছি, (Em)ভালো থেকো
(Am)আকাশের ঠিকানায়(G) চিঠি লিখো
(G) ভাল আছি, (Em)ভালো থেকো
(Am)আকাশের ঠিকানায়(G) চিঠি লিখো
(D)দিও তোমার মালাখানি
(Am)বাউলের এই মনটা রে(D)

(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)
(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)

(G)পুষে রাখে (Em)যেমন ঝিনুক
(Am)খোলসের আবরনে (G)মুক্তর সুখ
(G)পুষে রাখে (Em)যেমন ঝিনুক
(Am)খোলসের আবরনে (G)মুক্তর সুখ
(G)তেমনি তোমার(Em) গভীর ছোঁয়া
(Am)ভিতরের নীল(F) বন্দরে(D)

(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)
(G)আমার ভিতর বাহিরে(Em) অন্তরে অন্তরে
(G)আছো তুমি হৃ(D)দয় জুড়ে(G)

SAME CHORD PROGRESSION

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে

ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে

ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

One thought on “Bhalo Achi Bhalo Theko chords”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *