তোমার শেষ কথাতেই,
তবে কি ভুলে যাওয়া
এতো সহজ এক মূহুর্তেই,
ক্রমশ বাড়ছে যে ঝড়
অবিশ্রান্ত হৃদয় সাগরে,
মহাকাশ স্রোতে ভাসছে প্রদীপ
দিক হারিয়ে নির্জনে। কোন অধিকারে কি রাখা যায়
তোলা যায় ফেরানোর দাবী,
পরিণয় যখন বাড়ছে প্রণয়ে
কি হয় মুছে দিলে পুরনো পরিচয়। ফিরে এসে জড়িয়ে ধরে বলে দিলে
তুমি
ফিরে এসে জড়িয়ে ধরে বলে দিলে
তুমি
তুমি ভালো থেকো মুছে দিয়ে শত
ভালো থেকো স্মৃতির অসীমাকাশে। এই মায়া পথ ভোলায়
মিছে মোহ যেন আবছায়া,
এই মায়া পথ ভোলায়
মিছে মোহ যেন আবছায়া,
সময় যেনো থমকে যায়
জীবনের ক্ষুদ্র প্রতিক্ষায়। কোন অধিকারে কি রাখা যায়
তোলা যায় ফেরানোর দাবী,
পরিণয় যখন বাড়ছে প্রণয়ে
কি হয় মুছে দিলে পুরনো পরিচয়। ফিরে এসে জড়িয়ে ধরে বলে দিলে
তুমি ভালো থেকো,
ফিরে এসে জড়িয়ে ধরে বলে দিলে
তুমি ভালো থেকো..
তুমি ভালো থেকো মুছে দিয়ে শত
ভালো থেকো স্মৃতির অসীমাকাশে। tnx all