• Sat. Mar 15th, 2025

Bhalobashbo Bashbo |ভালোবাসবো বাসবো রে বন্ধু|Habib|Bangla lyrics|

Bymelomasum

Sep 20, 2024
হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

Din Gelo|দিন গেল তোমার পথ চাহিয়া|Hbib|Bangla lyrics|

ভালোবাসবো বাসবো রে বন্ধু

তোমায় যতনে

আমার মনের ঘরে চাঁদের আলো

চুইয়া চুইয়া পড়ে

পুষে রাখবো রাখবো রে বন্ধু

তোমায় যতনে

ভালোবাসবো বাসবো রে বন্ধু

তোমায় যতনে

দুধে আলতা গায়ের বরণ

রূপ যে কাঁঞ্চা সোনা

আচল দিয়া ঢাইকা রাইখো

চোখ যেন পড়ে না

দুধে আলতা গায়ের বরণ

রূপ যে কাঁঞ্চা সোনা

আচল দিয়া ঢাইকা রাইখো

চোখ যেন পড়ে না

আমি প্রথম দেখে পাগল হইলাম

মন যে আর মানে না…..

কাছে আইসো আইসো রে বন্ধু

প্রেমের কারণে

ভালোবাইসো বাইসো রে বন্ধু

আমায় যতনে

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুমমম

নিশি ভোরে জোনাক নাচে

মনের গহীন বনে

স্বপ্ন দেখ বন্ধু তুমি

নিগুঢ় আলিঙ্গনে

নিশি ভোরে জোনাক নাচে

মনের গহীন বনে

স্বপ্ন দেখ বন্ধু তুমি

নিগুঢ় আলিঙ্গনে

তোমায় মায়া দিলাম

সোহাগ দিলাম

নিলাম আপন করে…..

পাশে থাকব থাকব রে বন্ধু

তোমার কারণে

ভালোবাসবো বাসবো রে বন্ধু

তোমায় যতনে

ভালোবাসবো রে বন্ধু

তোমায় যতনে

ভালোবাসবো বাসবো রে বন্ধু

তোমায় যতনে

ভালোবাসবো বাসবো রে বন্ধু

তোমায় যতনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *