গভীরে রাত কন্দরে,
তুমি একবারই ফোটো
বুকেতে জেগে ওঠো। (২) যেন আলো অনন্ত ভোরের শিশিরে
লেগে আদরে।
তোমারই জন্য দেখো
চাদর পেতেছে গোটা আকাশ,
তুমি তারা নাকি জল।
তোমারই জন্য দেখো
কথায় মিশেছে মিঠে বাতাস,
হাতে আদমের বিষ ফল। তুমি আছো,
তুমি থাকবে বলে আমি ছায়াপথ ধরে হাঁটি,
তুমি-আসবে বলে
এ উঠনে যত্নে নিকানো আছে মাটি। যেন আলো অনন্ত ভোরের শিশিরে
লেগে আদরে।
বহু বহুদিন পরে
গভীরে রাত কন্দরে,
তুমি একবারই ফোটো
বুকেতে জেগে ওঠো। যেন আলো অনন্ত ভোরের শিশিরে
লেগে আদরে।