শত বাধা পেরিয়ে, ছুটে আসবো,
আমাকে, যদি ভুলে যাওয়ারই হয়
এখুনি যাও। কিছু স্বপ্ন ভেঙে গেলে
কার কি আসে যায়,
কিছু কষ্ট বুকে জড়িয়ে
একা পথ হেঁটে যায়।
কিছু দৃশ্য ভাসে চোখে
সব তারই কল্পনায়,
মনে যায় বেজে যায় কত সুর
তাকে হারাবার বন্দনায়। আমি মাঝরাতের একা পথিক
কারো আঘাতে ডানা ভাঙা চিল,
আমি মাঝরাতের একা পথিক
কারো আঘাতে ডানা ভাঙ্গা চিল,
অন্ধকার ভালবাসি তাই ভবিষ্যৎ আমার
পারিনা করতে ক্ষমা নিজেকে। tnx all