ঘাসে শিশির হয়ে
তারই মাঝে হেঁটে বেড়াও তুমি মেয়ে,
একটু কথা আর একটু সুরে
অপূর্ণ এ গান,
তোমার ছোঁয়া পেয়ে হয়তো
পূর্ণ হয়ে যাবে। .. বৃষ্টি তুমি আর কেঁদো না
জল হয়ে ঝরে পড়ো না,
বৃষ্টি তুমি আর কেঁদো না
আমাকে আর ভিজিয়ো না। আমি হয়েছি নিখোঁজ
তোমায় খুঁজে খুঁজে,
শূন্য রাজপথে দাঁড়িয়ে তুমি মেয়ে,
হাজার কষ্ট বুকে চেপে রেখেছো
ডাকছি তোমায় ফিরে এসো
রোদন ভুলে। .. বৃষ্টি তুমি আর কেঁদো না
জল হয়ে ঝরে পড়ো না,
বৃষ্টি তুমি আর কেঁদো না
আমাকে আর ভিজিয়ো না।