বিষন্নতা ঘিরে ধরে,
আর তুমি ডুবে যাও
সহসা এই কাব্যের ভীড়ে। তবে এ সাজানো নীড় ভেঙে
কোথায় হারালে,
জমে থাকা তোমার স্মৃতিগুলো
পড়ে রবে আড়ালে। বৃষ্টি ভেজা শহরে
তুমি পদচিহ্ন রেখে যাও,
বর্ণিল মনের আকাশে
তুমি কালো মেঘ ছুড়ে দাও। চেয়ে আছি তোমার পথে
নিভে যাওয়া আলো হয়ে,
অনুভূতির দেয়াল জুড়ে
বিরহেরা ছুটে চলে।
প্রতিক্ষণে তোমার খোঁজে
ক্লান্ত হয়ে ঘুরি পথে,
মহাকাব্য জুড়ে শুধু
তোমারই নাম লেখা রবে। তবে এ সাজানো নীড় ভেঙ্গে
কোথায় হারালে,
জমে থাকা তোমার স্মৃতিগুলো
পড়ে রবে আড়ালে। বৃষ্টি ভেজা শহরে
তুমি পদচিহ্ন রেখে যাও,
বর্ণিল মনের আকাশে
তুমি কালো মেঘ ছুড়ে দাও। tnx all