• Wed. Dec 11th, 2024

Camera|(ক্যামেরা) Avash Band | Tanzir Tuhin|Lyrics

Bymelomasum

Jun 18, 2024
শহুরে পাখির চোখে camera লাগানো
দেখছে শহরটাকে পথ নেই,
তবু পথ পালানো।
শহুরে পাখির মনে প্রশ্ন এসেছে
কংক্রিট দেয়াল কেনো আকাশ ঢেকেছে?

দেখতে না পায় সে,
শুনতে না পায় সে,
বলতে না পায় সে,
বুঝতে না পায় সে,
অনুভূতির আড়ালে ভালবাসার দেয়ালে ধায় সে ।

উড়তে না পারে সে,
ভাসতে না পারে সে,
গাইতে না পারে সে,
ভাবতে না পারে সে,
প্রথাগত জীবনে প্রেমহীন শহরে ধায় সে।

অনাগত জীবনে বেঁধে দেয়া মরণে যায় সে,
খুঁজে পায় কি আশায় ..
যদি পারো গেয়ে যাও, ভালবেসে হেসে যাও,
নিয়ে যাও অজানায় ..

দেখতে না পায় সে,
শুনতে না পায় সে,
বলতে না পায় সে,
বুঝতে না পায় সে,
অনুভূতির আড়ালে ভালবাসার দেয়ালে ধায় সে।

উড়তে না পারে সে,
ভাসতে না পারে সে,
গাইতে না পারে সে,
ভাবতে না পারে সে,
প্রথাগত জীবনে প্রেমহীন শহরে ধায় সে।

শহুরে পাখির চোখে
শহুরে পাখির চোখে
শহুরে পাখির চোখে
শহুরে পাখির চোখে camera

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *