• Fri. Dec 13th, 2024

Bangla Song Lyrics

  • Home
  • তুমি মানুষ ভাবো কারে|Tumi manush vabo kare|Sathy khan|Bangla lyrics|

তুমি মানুষ ভাবো কারে|Tumi manush vabo kare|Sathy khan|Bangla lyrics|

তুমি মানুষ ভাবো কারে যে তোমার সাপের চোবল মারে ও তুমি মানুষ ভাবো কারে যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে যে তোমার বুকে লইয়া প্রানে আঘাত করে স্বার্থ পরের…

আমি এক এমন পাখি|Ami ek emon pakhi|Sathy khan|Bangla lyrics|

আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি চোখ লাল কিসে|Cokh lal kise|Bangla song lyrics| মুখেতে দেখায়…

চোখ লাল কিসে|Cokh lal kise|Bangla song lyrics|

চোখ লাল কিসে পিরিতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পিরিতের বিষে নাকি অন্তরের দোষে। সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে, সুযোগ পাইয়া বন্ধু তোমায় মারলো পিষে পিষে।…

মনে পড়ে রুবি রায় |Mone pore rubi ray|Bangla song lyrics|

মনে পড়ে রুবি রায়মনে পড়ে রুবি রায়….মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকেএকদিন কত করে ডেকেছিআজ হায় রুবি রায় ডেকে বল আমাকেতোমাকে কোথায় যেন দেখেছিমনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকেএকদিন কত…

বাঁশপাতা আর কলমিলতা বাংলা গানের লিরিক্স | bash pata r kolmi lota…lyrics

বাঁশপাতা আর কলমিলতাগহীন জলে ভাসে রেহাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতেবাঁশপাতা আর কলমিলতাগহীন জলে ভাসে রেহাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতেবাঁশপাতা আর কলমিলতা তোমার বাড়ির রঙের মেলায়|Tomar barir ronger melai|Bayoscop|Bappa mozumdar|Bangla lyrics এবার…

তোমার বাড়ির রঙের মেলায়|Tomar barir ronger melai|Bayoscop|Bappa mozumdar|Bangla lyrics|

তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) Sandipan Roy, Shreya Ghoshal|Bangla lyrics| ডাইনে তোমার চাচার বাড়ি…

Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) Sandipan Roy, Shreya Ghoshal|Bangla lyrics|

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে। আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে,…

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে|Prithibite sukh bole jodi kichu |Salman sha|Bangla lyrics|

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জ্বালে পুড়ে মরার মাঝে একবার যদি কেউ |Ekbar jodi keu valobashto|Sayed abdul hadi|Bangla lyrics| যদি কোনো সুখ…

একবার যদি কেউ |Ekbar jodi keu valobashto|Sayed abdul hadi|Bangla lyrics|

কবার যদি.. কেউ ভালাবাসতো আমার নয়ন.. দুটি জলে ভাসতো আর ভালবাসতো একবার যদি.. কেউ ভালাবাসতো আমার নয়ন.. দুটি জলে ভাসতো আর ভালবাসতো এ জীবন তবু কিছু না কিছু পেত…. দিন…

দিন যায় কথা থাকে বাংলা গানের লিরিক্স | din jay kotha thake|Bangla lyrics|

দিন যায় কথা থাকেদিন যায় কথা থাকেসে যে কথা দিয়ে রাখলোনাভুলে যাবার আগে ভাবলোনাসে যে কথা দিয়ে রাখলোনাভুলে যাবার আগে ভাবলোনাসে কথা লেখা আছে বুকেদিন যায় কথা থাকেসে কথা নয়নেই…