• Sat. Mar 15th, 2025

Chhi Chhi Chhi Re Nani Lyrics (ছি ছি রে ননী ছি|Bangla lyrics|

Bymelomasum

Feb 17, 2025
ছি ছি ছি রে ননী ছি
ছি-ছি ছি রে ননী ছিরে ছিরে ছি,
ছি ছি ছি রে ননী ছি
ছি-ছি ছি রে ননী ছিরে ছিরে ছি।

সরতে দিনর সান হেইবা-কাজে ফজল নেই রেলু
সরতে দিনর সান হেইবা-কাজে গজল নেই রেলু,
বনজারনী মা’র পাখে যাই নিয়ম করি রেলু,
গলাগলা যাক তোর হেলি বলি কেতে কথা কহি রেলু
মুই গাঁ যাই করি আসলা বেলে
কেন্তা পাছরি দেলু রে ননী ছি ছি ছি,
ছি-ছি ছি রে ননী ছি
ছি ছি ছি রে ননী ছিরে ছিরে ছি।

ধন কে দেখলু তুই ননী সিনা মনকে চিনলু নাই
সুনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই,
ধন নাই বলি মোর পাখে ননী তার কাছে উঠি গলু
ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু,
গোটে দিন মিশা যগিদেলু নাহি কেড়ে কথা করি দেলু
মুই গাঁ যাই করি আসলা বেলে
কেন্তা পাছরি দেলু রে ননী ছি ছি ছি,
ছি ছি ছি রে ননী ছি
ছি-ছি ছি রে ননী ছিরে ছিরে ছি।

তোর কথা ধরি ঋণ বাড়ি ধারি সবকথা করিথিলি
মালি মুদি গুনা পয়েরি-পাজহাল সবকেনি দেহি রিলি,
তোর কথা ধরি ঋণ বাড়ি ধারি সবকথা করিথিলি
মালি মুদি গুনা পয়েরি-পাজহাল সবকিছু দেই থিলি,
তাতে শ্রদ্ধ বলি রঙপাতা কানি
সঙ দেই রেলিঙ ঘরে,
ভোজভাত লাগি, ছেলি মেন্ধা কিনি
রখি দিলি আমার ঘরে,
নশাই দেলু ননী সবই আশা মোর
কাই দুঃখ তুই দেলু,
মুই গাঁ যাই করি আসলা বেলে
কেন্তা পাছরি দেলু রে ননী ছি ছি ছি,
ছি ছি ছি রে ননী ছি
ছি-ছি ছি রে ননী ছিরে ছিরে ছি,
ছি ছি ছিরে ছিরে ছি
ছি ছি ছি রে ননী ছিরে ছিরে ছি।

বাংলা মূল্যায়ন:
সম্পত্তি দেখলে মেয়ে কিন্তু
মনটাকে দেখলে না তাকে চিনলে না,
সোনাদানাটাই চিনলে কেবল
মানুষটাকে তার ভালোবাসাটা চিনলে না।
আমার কাছে ধন নেই বলে
আজ তার কাছে চলে যেতে পারলি,
ধনসম্পদ হয়তো আছে কিন্তু হৃদয় নেই তার
তুমি বুঝতেও পারলে না,
একটা গোটা দিনও অপেক্ষা করতে পারলি না
এতো বড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *