চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও
নইলে থাকতে পারবো না
চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও চিঠিগুলো অনেক বড় হবে
পড়তে পড়তে সকাল, দুপুর আর রাত্রি চলে যাবে
চিঠিগুলো অনেক বড় হবে
পড়তে পড়তে সকাল, দুপুর আর রাত্রি চলে যাবে কোথায় থাকো, কেমন থাকো
একে একে সবই লিখো
সেই তো হবে মোর সান্ত্বনা
নইলে থাকতে পারবো না চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও যে ক’টা দিন চোখের আড়াল রবো
শয়নে, স্বপনে, জাগরণে শুধু তোমায় ভেবেই যাবো
যে ক’টা দিন চোখের আড়াল রবো
শয়নে, স্বপনে, জাগরণে শুধু তোমায় ভেবেই যাবো আমার আমি তোমার মাঝে
চিরতরেই হারিয়ে গেছে
বন্ধু, তুমি মোর সাধনা
নইলে থাকতে পারবো না চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও
চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও
চিঠি দিও, চিঠি দিও ong by Sabina Yasmin