বাদল আসে যায় রুনঝুন,
চোখেতে শাওন গায় গুনগুন
বাদল আসে যায় রুনঝুন,
কেন যে আসে বলো না ?
চোখেতে শাওন গায় গুনগুন। নয়ন দুয়ার খুলেছে
দেউলে প্রদীপ জ্বলেছে,
মুখ তুলেছে, দ্বীপ জ্বলেছে
নয়ন দুয়ার খুলেছে,
চোখ তো মনের ছবি
লিখছে কবিতা কবি,
কি যে লেখে বলো না ?
চোখেতে শাওন গায় গুনগুন। হয়ত স্বপ্ন আসবে
ভিজে দুচোখে বসবে,
ধীরে আসবে, এসে বসবে,
হয়ত স্বপ্ন আসবে,
কোন সে গভীর নিশি
বাজায় দূরের বাঁশী,
কেন যে ডাকে বলো না?
চোখেতে শাওন গায় গুনগুন। উতল পরাণে লাগছে
পিউকে পাপিয়া ডাকছে,
যেন লাগছে, পিয়া ডাকছে
উতল পরাণে লাগছে,
মন যে নিজের ভুলে
বসলো বিষের ফুলে,
কেন যে বসে বলো না?
চোখেতে শাওন গায় গুনগুন
বাদল আসে যায় রুনঝুন,
কেন যে আসে বলো না ?
চোখেতে শাওন গায় গুনগুন।