WELLCOME TO MELOMASUM.COMCOPA AMERICA FINAL MATCH BD TIME 15 JULY MONDAY 6.ARJENTINA VS COLOMBIA
মঙ্গলবার সেমিফাইনালে কানাডাকে ২-০ ব্যবধানে জয়ী করে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। ওপেনার জুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে মেসি টুর্নামেন্টে তার প্রথম গোল করেন। পুরো টুর্নামেন্ট জুড়ে, আর্জেন্টিনা দুর্দান্ত শক্তি দেখিয়েছে, কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তাদের একমাত্র ক্লোজ কল এসেছিল।