দুঃখের নদী বইয়া চলে
ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে ভালোবাসি এত তোরে, আগে বুঝি নাই
এখন তোরে কোথায় পাই?
উথাল-পাথাল বুকের মাঝে, কইরাছি কী ভুল
তাই তো এই মনটা ব্যাকুল ভালোবাসি এত তোরে, আগে বুঝি নাই
এখন তোরে কোথায় পাই?
উথাল-পাথাল বুকের মাঝে, কইরাছি কী ভুল
তাই তো এই মনটা ব্যাকুল ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই?
কোথায় গেলি ফাঁকি দিয়া, বইলা গেলি না
তাই মনে সুখ পাইলাম না তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই?
কোথায় গেলি ফাঁকি দিয়া, বইলা গেলি না
তাই মনে সুখ পাইলাম না ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে
ও ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে Thanks all for visite