welcome to melomasum.com(F)ধনধান্য পুষ্প ভরা (C)আমাদের এই বসুন্ধরা
(F)তাহার মাঝে (A#)আছে দেশ এক (F)সকল দেশের সেরা
ও সে (F)স্বপ্ন দিয়ে (Gm)তৈরি সে দেশ (C)স্মৃতি দিয়ে (F)ঘেরা
(F)এমন দেশটি (A#)কোথাও খুঁজে (Gm)পাবে নাকো (A#)তুমি
ও সে (F)সকল দেশের (Gm)রাণী সে যে (C)আমার জন্ম(A#)ভূমি
সে যে (F)আমার জন্ম(A#)ভূমি, সে যে আ(C)মার জন্মভূমি।
(F)চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথা(C)য় উজল এমন ধারা
(F)কোথায় এমন (A#)খেলে তড়িৎ (F)এমন কালো মেঘে
তার (F)পাখির ডাকে (Gm)ঘুমিয়ে উঠি (C)পাখির ডাকে (F)জেগে।
same chord progressionসালাম সালাম হাজার সালাম|Salam salam hajar salam|Guiter and piano chords
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।