তারে যায়না বাঁধা বাঁধন দিলে
ও সে তার খেয়ালে চলেরে
না না না না করিস না মানা
এই দিল কখনো ভুল ঠিকানায়
নিয়ে……নিয়ে যায়না
তারে যায়না বাঁধা বাঁধন দিলে
ও সে তার খেয়ালে চলেরে
না না না না করিস না মানা
এই দিল কখনো ভুল ঠিকানায়
নিয়ে……নিয়ে যায়না
কেউ জানেনা কেউ জানেনা
কোন খানে তার আনাগোনা
আরে কার তালাশে কখন যে সে
কোন পথে হয় রওয়ানা
এই দিল কখনো ভুল ঠিকানায়
নিয়ে…………নিয়ে যায়না
মন বসেনা.মন বসেনা
নাই তার কোন ঠিক ঠিকানা
নাই তার কোন ঠিক
আরে ঘুরে ঘুরে দূর সূদূরে
মন ফিরে আসে নীড়ে নীড়ে
এই দিল কখনো ভুল ঠিকানায়
নিয়ে ……নিয়ে যায়না
তারে যায়না বাঁধন দিলে
ও সে তার খেয়ালে চলে
না না না না করিসনা মানা
এই দিল কখনো ভুল ঠিকানায়
নিয়ে……নিয়ে যায়না
এই দিল কখনো ভুল ঠিকানায়
নিয়ে ……নিয়ে যায়না
এই দিল কখনো ভুল ঠিকানায়
আরে নিয়ে ……নিয়ে যায়না