• Wed. Feb 12th, 2025

DISEHARA EI RIDOY AMAR |দিশেহারা এই হৃদয় আমার (নীরবে)|GUITER AND PIANO CHORDS

Bymelomasum

Aug 28, 2024
WELCOME TO MELOMASUM.COM

(F#m)দিশেহারা এই হৃদয় আমার
বড় (C#m)কষ্ট পেয়েছে
বারে (F#m)বারে এই আমায়
শুধু (C#m)প্রশ্ন করেছে
(D)কেন যে তোমাকে
জড়া(A)লাম আমার জীবনে
(D)সুখের আশা দিয়ে
শুধু (C#)দুঃখ দিয়েছি
(C#m)অপবাদ দাও আমায়
যেন (Bm)চলে চলে হারিয়ে যাই
(C#m)অভিশাপ দাও আমায়
যেন (Bm)নীরবে ফুরিয়ে যাই
(C#)নীরবে…

(C#m)আশা ছিল সুখী হবো
(Bm)তোমায় কাছে পেয়ে
(C#m)সুখী আমি হয়েছি ঠিকই
(C#m)শুধু তুমি বোঝোনি

SAME CHORD PROGRESSION

সেই তারা ভরা রাতে|Setara vora rate chords|Ayub bacchu|guiter and piano chords

ভুল বুঝে ভুল করে
হারাতে চাইনা তোমাকে
বেঁচে থাকার আশা আছে
এখনো তোমাকে ঘিরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *