• Wed. Apr 23rd, 2025

E Amar Gurudakshina Lyrics (এ আমার গুরুদক্ষিণা) Kishore Kumar

Bymelomasum

Jun 18, 2024
এ আমার gurudokkhina
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম।
এ আমার gurudokkhina
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা।।

ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম।
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা।।

বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
সবাকার পদরেণু মাথায় নিলাম
সবাকার পদরেণু মাথায় নিলাম,
এ আমার gurudokkhina
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার gurudokkhina

tnx all

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *