এভাবে কে ডাকে?
ও.. এভাবে কে ডাকে?
সোনার কাঁঠি রুপোর কাঁঠির ছোঁয়ায়
করলি এ কি হারিয়েছি আমায়,
ধোঁয়ায় ধোঁয়ায়।
এভাবে কে আঁকে
দিনে রা রাত, রাতেরা দিন লাগে
যেন ঘুমেরা নেই, নেই রে আমার ভাগে
হয়নি আগে। পৃথিবী থামেনা যেমন
এই ছবি হোক সেরকম ..
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়,
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়,
এভাবে কে ডাকে?
হুম.. এভাবে কে ডাকে? তোর আসতে হলে দেরি
হয়ে দিশেহারা ঘুড়ি,
এদিকে মনের তরী ভীষণ তাড়ায়।
ভাবো পথভোলা নাবিক
তুই ঠিক করে দিবি দিক,
জানি ঝিনুক মুক্ত মানিক
তোকেই মানায় ..
এভাবে কে ডাকে?
উড়াল মাদুর উড়ান দিয়েই থাকে
রোজ রুটিনের হাজার কাজের ফাঁকে
চাইছি তোকে। পৃথিবী থামে না যেমন
এই ছবি হোক সেরকম ..
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
মন আমার ব্যস্ত তোরই দুনিয়ায়,
কাছাকাছি আয়, কানামাছি আয়
আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
লেখা হোক মিষ্টি এক সে কবিতায়,
ভালোবাসি আয়, ভালোবাসি আয়
তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়,
এভাবে কে ডাকে .. ?
ও ও.. এভাবে কে ডাকে ?
এভাবে কে ডাকে ?