• Mon. Feb 10th, 2025

Ei Bidaye|তোমার অনেক ফেলে আসা|Artcell| Bangla lyrics|

Bymelomasum

Oct 19, 2024
তোমার অনেক ফেলে আসা
ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে

Oniket Prantor|তবু এই দেয়ালের শরীরে|Artcell|Bangla lyrics


যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে

তোমার অনেক ফেলে আসা
ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে

নিয়ত স্মরণের বেড়াজালে
অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে
বিদায় আসবে অবশেষে

তুমি নীল শব্দ শুনে নির্জনে
ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা
আলো জ্বেলে…

হারিয়ে যাও যত দূরে
আসবে তবু ফিরে
আমার অজানায়

অবিরত মলিন ক্ষত
মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকার
প্রয়াত আগমনে

তুমি নীল শব্দ শুনে নির্জনে
ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা
আলো জ্বেলে…

হারিয়ে যাও যত দূরে
আসবে তবু ফিরে
আমার অজানায়

অবিরত মলিন ক্ষত
মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা
প্রয়াত আগমনে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে

তোমার অনেক ফেলে আসা
ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *