এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
Ei Bidaye|তোমার অনেক ফেলে আসা|Artcell| Bangla lyrics
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
পাখি মৃদু কণ্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাঁশফুল কেনো ফোটে না
ছুঁয়ে ছুঁয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা
ভেসে তুমি কেনো আসো না?