• Fri. Nov 1st, 2024

EI MON LYRICS (এই মন) – Arijit Singh – Samantaral Title Track

Bymelomasum

Jun 20, 2024
এসো মিলেমিশে থাকি
ধরে শরীর জোনাকি, ভালবাসার
এসো হাতে হাত রাখি
আছে যেটুকু যা বাকি
কাছে আসার, কাছে আসার।

এসো পাত পেড়ে বসি,
এসো যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন।

এই মন বারো ঘর .. এক উঠোন
এই মন বারো ঘর.. এক উঠোন (x2)

একই বারান্দা জুড়ে হবে শীত রোদ্দুরে,
রোজই দেখা
কোন হঠাৎ দুপুরে যদি মনে হয় দূরে,
তুমি একা
জেন বাতাস বিদেশি তবু আছে প্রতিবেশী,
বড় কাছে
একই পাঁচিলে পাঁজরে তারা হাতে হাত ধরে,
আজও বাঁচে ..

এসো পাত পেড়ে বসি,
এসে যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন।

এই মন বারো ঘর .. এক উঠোন
এই মন বারো ঘর.. এক উঠোন (x2)

আছি প্রলাপে প্রমাদে আছি বিকেলের ছাদে,
শাড়ি তোলা
দেখ পুরোনো রেলিং সে বসে আছে ফিঙে,
ল্যাজ ঝোলা
জলে রোদ ঝিকিমিকি মেঘেরা সরিকি,
দূরে ভাসে
আছে যে টুকু ভরসা এই মুঠো ভরা’পোষা,
কি পলাশে।

এসো পাত পেড়ে বসি,
এসে যে যার পড়শি
এসো বিনিময় করে দেখি মন।

এই মন বারো ঘর .. এক উঠোন
এই মন বারো ঘর.. এক উঠোন (x2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *