উল্টো রথে টোটো চড়ে খাচ্ছি ভাও,
রঙ্গীন বোতল করছি খালি তোমার সাথে
বোতল শেষে কোথায় তুমি উড়ে যাও। আজ বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে,
বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে। মনেতে গেঁথে গেছে জোছনা
সবাই বোঝে কেবল তুমি বোঝনা,
পা দুটো গেছে টলে, মনেরই ডামাডোলে
জীবনটা গেছে চলে, বোতলে বোতলে,
বেকার হই বলে একলা ব্রিগেড ভরাই। আজ বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে,
বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবোনা থাকবোনা একলা বৈশাখে। সবশেষে হিসেব কষে কাটছে ঘুড়ি
বগল কাটা স্যান্ডো পরে খাচ্ছি ঘাস,
হাপুস-হুপুস চোখের জলে চাড্ডি ভিজে
বুকের ভেতর প্রেমিক হিরো হাঁসফাঁস। আজ বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে,
বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবোনা থাকবোনা একলা বৈশাখে। TNX ALL