• Thu. Apr 24th, 2025

Ekta Din Lyrics (একটা দিন) Neel Dutt | Chaalchitra Ekhon

Bymelomasum

Jun 17, 2024
একটা দিন যাচ্ছে চেয়ে আর একটা দিন
হচ্ছে কি যাচ্ছে শুধুই একটা দিন,
দুম করে ঘুমঘোরে আর একটা দিন,
হুঁশ করে ফসকে যায় প্রতিদিন।

একটা মাছ খাচ্ছে পুরো একটা লোক
ফুটপাতে ফ্যানভাতে হাজার চোখ,
একটা নাচ নাচ্ছে তাই তা ধিন ধিন
হ্যাংলা তাই প্যাংলা তাই কাঁদছে রোজ।

একটা মন ভাঙতে লাগে আর একজন
একটা-প্রেম করতে চায় দুটো মন,
একটা চড় চড়তে চড়তে চূড়ান্ত
চলছে গুলি চলছে গ্যাস তবু ফাটছে বোম।

একটা মেয়ে দশটা ছেলে দিচ্ছে শিষ
একটা নোট ছাপতে ছাপতে হাজার পিস্,
একটা-ভোট কারচুপি ৩০-লাখ
একটা নেতা মনটা তার চারশ বিশ।

সবাইকে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *