নেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা ওগো সুদূরিকা আজো কি হবেনা শেষ তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা স্বপনে আমার সাথীহারা রাতে স্বপনে আমার সাথীহারা রাতে পেয়েছি তোমায় পলকে হারাতে তোমারে খুঁজিতে যে দীপ জেলেছি হায়, বিফলে সে দীপ জ্বালা…… তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখিজলে গাঁথা মালা। ওগো সুদূরিকা আজো কি হবেনা শেষ, তোমারে চাওয়ার পালা মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি দূরে আছো তুমি তবু দূরে নহ, স্মরণসূধায় ভরেছো বিরহ। প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনাধারা …… তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখিজলে গাঁথা মালা। ওগো সুদূরিকা আজো কি হবেনা শেষ তোমারে চাওয়ার পালা। Post Views: 29 Post navigation Ei meghla dine ekla (এই মেঘলা দিনে একলা)..lyrics O Keno Eto Sundari Holo …lyrics