মন ভেজে কি আবেশে,
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
যাকে তুমি চাও প্রিয়ে
যাকে তুমি চাও প্রিয়ে,
কুঞ্জ তার পরদেশে, পরদেশে
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে। বাতাস যেমনি পবনে
বাতাস যেমনি পবনে
বাজালো বাঁশি ঘোর শ্রাবনে,
সজল হলো আঁখি বর্ষণে,
প্রিয়া বাবরে ডেকোনা তারে
পা মা গা মা রে। ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে।