• Sat. Jan 25th, 2025

Ghono Megher Elokeshe Lyrics (ঘন মেঘের এলোকেশে) Arijit Singh

Bymelomasum

Jun 20, 2024
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
যাকে তুমি চাও প্রিয়ে
যাকে তুমি চাও প্রিয়ে,
কুঞ্জ তার পরদেশে, পরদেশে
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে।

বাতাস যেমনি পবনে
বাতাস যেমনি পবনে
বাজালো বাঁশি ঘোর শ্রাবনে,
সজল হলো আঁখি বর্ষণে,
প্রিয়া বাবরে ডেকোনা তারে
পা মা গা মা রে।

ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে,
ঘন মেঘের এলোকেশে
মন ভেজে কি আবেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *