বার বার বললে কি ভাবছো
সবাই থেকে যায়?
তাই, কথা না শেষ করে পালাই
আমি হারাই। ফেলে যাচ্ছি ভাঙা মনের গুঁড়ো
ফিরে আসি যদি তাই সাথে রেখো,
আমায় ছাড়া মনের মতো
কেও থাকে যদি তাকে বেছে নিও। যায় আশা ছেড়ে যায়
তাকে বার বার ডাকলেও
কেন সে মুখ না দেখায়,
তাই চেনা শহরে পথ হারাই
আমি কোথায় ? মুছে দিচ্ছি রেখা হাতের যত
আমি নতুন করে আবার হবো,
তোমায় ছাড়া আমার গল্প
যেমন হবে আমি মেনে নেবো। যত দূরে যাই
তোমার পথেই হাঁটবো, হুম..
শরতের মেঘ তোমার আকাশে পাঠাবো
রেখে দিও। যাই, যাই চলে যাই
বার বার বললে কি ভাবছো
সবাই থেকে যায়?
তাই, কথা না শেষ করে পালাই
আমি হারাই। মুছে দিচ্ছি রেখা হাতের যত
আমি নতুন করে আবার হবো,
তোমায় ছাড়া আমার গল্প
যেমন হবে আমি মেনে নেবো। সবাইকে ধন্যবাদ