আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেলে দুলে যায় কলসি কাখে পলি জমা তার পাললিক মন টোলপড়া গাল ভিরু দুনয়ন হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেলে দুলে যায় কলসি কাখে পলি জমা তার পাললিক মন টোলপড়া গাল ভিরু দুনয়ন হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান রাখালি বাসির সুরে উদাসী দুপুরে মায়ের দুলালী মেয়ে নকশী কাথায় বোনে বুনে চলে… প্রেমের কাব্য লেখে সূচ সুতায় রোজ রাতে বধূ সাঝে রাখালি বাসির সুরে বাসির সুরে… হারাগাছের নুরজাহান… এলোকেশে সারাগাঁও ছোটাছুটি করে দুনিয়া দেখে রুপ নয়ন ভরে নয়ন ভরে… লজ্জার আড়ালে সে শরির লুকায় আঁচলের যৌবন উঠানে শুঁকায় উঠানে শুঁকায়… আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেলে দুলে যায় কলসি কাখে পলি জমা তার পাললিক মন টোলপড়া গাল ভিরু দুনয়ন হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান… হারাগাছের নুরজাহান… হারাগাছের নুরজাহান গাঙের জলে করে সেনান Post Views: 35 Post navigation Tobe Bondhu Nouka Bherao|তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার|Tobe Bondhu Nouka Bherao|Lyrics Janala Vora Akas|জানালা ভরা আকাশ|Janala Vora Akas|Lyrics