হায়রে পোড়া বাঁশী ঘরেতে
ও…. রইতে দিলোনা ঘরেতে
হায়রে পোড়া বাঁশী ঘরেতে
ও…. রইতে দিলোনা ঘরেতে
হায়রে পোড়া বাঁশী হায় হায় পোড়া বাঁশী
কি যে জ্বালাতনে পড়েছি
কাকেই বা আর বলি গো
সুখেরই জ্বালাতে বাঁশীরও
বিষেতে হায় জ্বলি গো
হো..কি যে জ্বালাতনে পড়েছি
কাকেই বা আর বলি গো
হো..সুখেরই জ্বালাতে বাঁশীরও
বিষেতে হায় জ্বলি গো
হায়রে কোন কথা আমাকে
ও…কইতে দিলো না ঘরেতে
হায়রে পোড়া বাঁশী হায় হায় পোড়া বাঁশী
দেখিনি কখনো শুনেছি
আকাশে চাঁদ উঠে গো
দেখিনি ফুল আমি বনের
সে ফুল বুঝি আজ ফোটে গো
হো…দেখিনি কখনো শুনেছি
আকাশে চাঁদ উঠে গো
হো..দেখিনি ফুল আমি বনের
সে ফুল বুঝি আজ ফোটে গো
হায়রে মলায় আকে দখিনে
ও… বইতে দিলো না ঘরেতে
হায়রে পোড়া বাঁশী হায় হায় পোড়া বাঁশী
চোখ গেল গেল চোখ বলি যে
পাখিটা ঐ ডাকে রে
জানতো কি নেই কি হবে
এ কথা শুনিয়ে তাকে রে
হো…চোখ গেল গেল চোখ বলি যে
পাখিটা ঐ ডাকে রে
হো…জানতো কি নেই কি হবে
এ কথা শুনিয়ে তাকে রে
হায়রে পোড়া মনে জ্বালা সে
ও…সইতে দিলো না ঘরেতে
হায়রে পোড়া বাঁশী হায় হায় পোড়া বাঁশী