হয়নি যাবার বেলা
শুরুতেই সব কিছু, শেষ করে কেনো চলে গেছো
আমারও ছিল কিছু বলার
শুনতে না চেয়ে শুধু,
যায় দিন যায় একাকী| Jay din jay ekaki|S i tutul|Tomar daoi valo achi ma|Bangla lyrics|
নিজেকে নিয়েই তুমি আছো
হয়নি যাবার বেলা…
শুরুতেই সব কিছু, শেষ করে কেনো চলে গেছো
কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়
জমিয়ে রাখলে আসে মনে সংশয়
অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে
বিরহ বাড়াবে শুধু সত্যি থেকে
হয়নি যাবার বেলা…
শুরুতেই সব কিছু, শেষ করে কেনো চলে গেছো
তোমারি চলে যাওয়ায় চাঁদ ডুবে গেছে
কিছুই রইলনা তো স্তব্ধতা আছে
তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার
আসবে ফিরে নিয়ে স্বপ্ন আবার
হয়নি যাবার বেলা…
শুরুতেই সব কিছু, শেষ করে কেনো চলে গেছো
নিজেকে নিয়েই তুমি আছো
শেষ করে কেনো চলে গেছো
নিজেকে নিয়েই তুমি আছো…