• Sun. Feb 16th, 2025

Hoyto Konodin Lyrics |হয়তো কোনোদিন| Keshab Dey |Bangla lyrics|

Bymelomasum

Nov 16, 2024
থাকতি যদি তুই রোজ আমার আকাশে
দেখতি এ মন কতটা তোকে ভালোবাসে,
তোর দেওয়া এই কষ্টগুলো ভোলা যাবে না
আর কখনও মন টা কারো নিজের হবে না।

Shukhe thako o amar nondini|সুখে থাকো ও আমার নন্দিনী|Jafor iqbal|Bangla lyrics|

আসবো যেদিন একলা রাতে কখনও তোর মনে
তোর দোষেতেই কাঁদবি রে তুই নিজের গোপনে।

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,
আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।

প্রিয়া.. ও রে প্রিয়া ..
প্রিয়া.. ও রে প্রিয়া ..

ভাঙ্গলি কেনো বুক, তুই দিলি না রে সুখ
আর তবে কি পাবো না রে
দেখতে তোর ওই মুখ,
নতুন করে রোজ কেনো আমায় হাসালি
হায়রে জীবন ভালোবাসা কেনো শেখালি।

কোন অজানা ঝড়ে আমি সব হারিয়ে আছি
সেই বোঝে না আমি যারে বড় ভালোবাসি।

আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,
আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।

প্রিয়া.. ও রে প্রিয়া ..
প্রিয়া.. ও রে প্রিয়া ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *