• Fri. Nov 1st, 2024

Hridoy Hina|হৃদয়হীনা|Safin ahmed|Miles|Lyrics|

Bymelomasum

Jul 29, 2024
welcome to melomasum.com

কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেটে যায় এ জীবন কেটে যায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

কত স্মৃতি মাখা দিনগুলো
কেন কুয়াশায় শুধু ঢেকে যায়
নিঃসঙ্গ এখন একাকি
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

নিঃশব্দ নীলিমাতে যে
খুজেছি তোমায় একা নিরালায়
জানি আসবে না ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

thanks all for visite here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *