আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে
এ দুচোখের দরিয়াতে,
কে আর তুই ছাড়া ..
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া। ছুঁয়ে দিলে মন-বিনা বেজে ওঠে যে
দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে,
জানিনা কিভাবে তোকে বলি এ আমি
কত রাগই থেকে যাবে হয়ে বেনামী। মরমিয়া মন, মানেনা এখন
কেন সে বাওয়ারা,
রং মেশায় দিন রাতে
এ দু’চোখেরই দরিয়াতে,
কে আর তুই ছাড়া ..
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে
এ দুচোখেরই দরিয়াতে,
কে আর তুই ছাড়া ..
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।