নিঝুম আঁধার কাটে না (কাটে না, কাটে না, কাটে না)
প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায় মন কেন মানে না? (মানে না, মানে না, মানে না)
নিঝুম আঁধার কাটে না (কাটে না, কাটে না, কাটে না)
প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায় হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
এত নিষ্ঠুর কেন হলে? শূন্য বুকে এই তুমি ঘিরে আছো আমায়
সোনালি স্বপ্নগুলো কেন কাছে এসে আবার হারিয়ে যায়? হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
এত নিষ্ঠুর কেন হলে? সারাক্ষণ ভাবি তোমাকে কত যে আশায়
রূপালি কোনো মাঝরাতে প্রেমেরই কবিতা কোথায় হারিয়ে যায় হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
এত নিষ্ঠুর কেন হলে? মন কেন মানে না? (মানে না, মানে না, মানে না)
নিঝুম আঁধার কাটে না (কাটে না, কাটে না, কাটে না)
প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায় হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই মন জুড়ে
হায়, জ্বালা, জ্বালা, জ্বালা এই অন্তরে Thanks all for visite