• Sat. Mar 15th, 2025

Jay Din Jay Ekaki|যায় দিন, যায় একাকী|S I tutul|Ridoyer kotha|Bangla lyrics|

Bymelomasum

Oct 18, 2024
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
যায় দিন, যায় একাকী

Amar Babar Mukhe|আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান|Andrew kishor|Bangla lyrics
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন-যায় দিন একাকী

আজ বিরহের আঁখর দিয়ে
মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে
হৃদয়ের কথা
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন-যায় দিন একাকী

তারই আসার প্রহর গুণে
দিন এমনি ফুরাবে
ও: না পাওয়ারই মন আকাশে
স্বপ্নে এঁকে যাবে
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি

যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও: এই বুকেতে দুঃখ বেঁধে রাখি
যায় দিন-যায় দিন একাকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *