• Sat. Jan 25th, 2025

Je Shohore Ami Nei| (যে শহরে আমি নেই) Bay of Bengal| Lyrics

Bymelomasum

Jun 18, 2024
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা,
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা।

তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়,
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়।

এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা,
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা।

তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়,
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়।

আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোনো ভালোবাসার আলো,
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে,
হবে আরও অধিক কালো।

তবুও আমি আর ফিরবোনা
তোমাদের মাঝে,
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে।

হয়ত কোনদিন
ভোরের আলো এসে,
পড়বে তোমার কার্নিশে,
খুঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া,
পুরনো সেই মানুষটিকে।

আমি জানি এই শহরে আর ফিরবেনা
নতুন কোন ভালোবাসার আলো,
রাতের রাজপথ কষ্ট
আর বেদনার নীলে,
হবে আরো অধিক কালো।

তবুও আমি আর ফিরবেনা
তোমাদের মাঝে,
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সেই শহরে।

TNX ALL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *