• Sun. Feb 16th, 2025

Jodi Himaloy Alpser Shomosto Jomat Borof|যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ|Bangla lyrics|Manna dey|

Bymelomasum

Oct 4, 2024
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

একদিন গলেও যায়, তবুও তুমি আমার

Taray Taray|আমি তারায় তারায় রটিয়ে দেব|James|Nogor baul| bangla lyrics|

যদি নায়েগ্রা জলপ্রপাত

একদিন সাহারার কাছে চলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার

যদি প্রশান্ত মহাসাগরে একফোটা

জল আর নাও থাকে

যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো

নিজেদের শুকিয়েও রাখে

যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা

একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন

তৃতীয় মহাযুদ্ধও বাঁধে

যদি নিভেও যায় কোনদিন

যতটুকু আলো আছে

ওই সূর্য আর চাদেঁ

যদি সাইবেরিয়ার তুষারে কখনও

সবুজ ফসল ফলেও যায়

তবুও তুমি আমার

তবুও তুমি আমার

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

একদিন গলেও যায়, তবুও তুমি আমার

তবুও তুমি আমার

তবুও তুমি আমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *