দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে,
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনে রাতে,
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে, হুঁ
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে,
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে,
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে। আহ্!
তুমি যে কি করো
জ্বালাতন করছো আমায় তুমি বড়ো,
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে,
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে,
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে। তোমার ওই দুচোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি,
তোমার ওই দুচোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি,
যদি হই কাজল তোমার ওই চোখে
আমার এই চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বলো হায় গো আমার লোকো-লাজে। যদি হই চোরকাঁটা ঐ শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে,
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে,
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে।