দি (Em)রাত পোহালে (C)শোনা যেত
(D)বঙ্গবন্ধু মরে (Em)নাই
দি (Em)রাত পোহালে (C)শোনা যেত
(D)বঙ্গবন্ধু মরে (Em)নাই
যদি (G)রাজপথে আবার (Am)মিছিল হতো
(D)বঙ্গবন্ধুর মুক্তি চাই,
(Bm)মুক্তি চাই, (B)মুক্তি চাই..
তবে (Em)বিশ্ব পেত এক (C)মহান নেতা
(D)আমরা পেতাম ফিরে (B)জাতির পিতা
তবে (Em)বিশ্ব পেত এক (C)মহান নেতা
(D)আমরা পেতাম ফিরে (B)জাতির পিতা
দি (Em)রাত পোহালে (C)শোনা যেত
(D)বঙ্গবন্ধু মরে (Em)নাই
(Em)যে মানুষ ভীরু কাপুরুষের মতো
(D)করেনিতো কখনো মাথা নত
(Em)যে মানুষ ভীরু কাপুরুষের মতো
(D)করেনিতো কখনো মাথা নত
(G)এনেছিল হায়েনার (Am)ছোবল থেকে…
(D)আমাদের প্রিয় (D)স্বাধীনতা,
(Bm)স্বাধীনতা, (B)স্বাধীনতা…
তবে (Em)বিশ্ব পেত এক (C)মহান নেতা
(D)আমরা পেতাম ফিরে (B)জাতির পিতা
তবে (Em)বিশ্ব পেত এক (C)মহান নেতা
(D)আমরা পেতাম ফিরে (B)জাতির পিতা
SAME CHORD PROGRESSION
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
কে আছে বাঙ্গালি তার সমতুল্য
ইতিহাস একদিন দেবে তার মুল্য
কে আছে বাঙ্গালি তার সমতুল্য
ইতিহাস একদিন দেবে তার মুল্য
সত্যকে মিথ্যার আড়াল করে…
যায় কি রাখা কখনো তা
কখনো তা, কখনো তা…
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজপথে আবার মিছিল হতো
বঙ্গবন্ধুর মুক্তি চাই,
মুক্তি চাই, মুক্তি চাই..
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা
তবে বিশ্ব পেত এক মহান নেতা
আমরা পেতাম ফিরে জাতির পিতা
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই
বঙ্গবন্ধু মরে নাই