• Sun. Feb 16th, 2025

Kaliya Sonare| কালিয়া সোনারে|Bangla folk song|Bangla lyrics|

Bymelomasum

Dec 10, 2024
কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

ছিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে…

একদিন মাটির ভিতরে হবে ঘর|Ekdin matir vitore gobe ghor|Bangla folk song|Bangla lyrics

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

সিদুর আড়ানো কপালে…গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে

আসিবে বলে কথাটি দিলে

নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে

আসিবে বলে কথাটি দিলে

নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

সিঁদুর আড়ানো কপালে..গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া

ছিঁড়ে ফেলেছি সকালে..গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *