কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাথিয়া তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিরে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে… একদিন মাটির ভিতরে হবে ঘর|Ekdin matir vitore gobe ghor|Bangla folk song|Bangla lyrics কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি সিদুর আড়ানো কপালে…গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরিয়ে গেলো ফিরে না এলে ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি সিঁদুর আড়ানো কপালে..গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে..গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে…গত নিশি কোথা ছিলে Post Views: 19 Post navigation একদিন মাটির ভিতরে হবে ঘর|Ekdin matir vitore gobe ghor|Bangla folk song|Bangla lyrics| ওরে দুষ্টু পোলাপাইন|Dustu polapain|Oishy|Bangla lyrics|
নিঠুর মনোহর | আমার বন্ধু চিকন কালিয়া|Amar bondhu chikon kaliya|Bangla lyrics| Feb 14, 2025 melomasum