• Wed. Dec 11th, 2024

Kalo Vromor (কালো ভ্রমর) Arpita Chakraborty | Folk Song| lyrics

Bymelomasum

Jun 18, 2024
একটা কালো ভ্রমর গুন গুন গুন
খুপায় গুঁজা ফুলে,
ফাগুনে আগুন লেগেছে
ফাগুনে আগুন লেগেছে
পলাশী জঙ্গলে রে ..
আরে ঢিপিং ঢিপিং বাজনা কুথাও
বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে,
ঢিপিং ঢিপিং বাজনা কুথাও
বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে।

তাং ধাতুং, ধাং তুং তুং, ধাং তুং তুং
ধাকিন গিজা।
মাদল বাঁশি বাজে তালে তালে
মাদল বাঁশি বাজে তালে তালে।

একটা কূলবধুর ঘোমটা যে হায়
কখন গেছে খুলে,
একটা কূলবধুর ঘোমটা যে হায়
কখন গেছে খুলে,
একটা ন্যাড়া গাছে ফুল ফুটেছে
ন্যাড়া গাছে ফুল ফুটেছে,
ফুল ডুঙরির কোলে রে ..
আরে ঢিপিং ঢিপিং বাজনা কুথাও
বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে,
ঢিপিং ঢিপিং বাজনা কুথাও
বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে।

তাং ধাতুং, ধাং তুং তুং, ধাং তুং তুং
ধাকিন গিজা।
মাদল বাঁশি বাজে তালে তালে
মাদল বাঁশি বাজে তালে তালে।

একটা মন বলছে মনের কথা
কংসাবতীর কূলে,
একটা মন বলছে মনের কথা
কংসাবতীর কূলে,
একটা বনের ময়ূর আপন মনে
ময়ূর আপন মনে,
নাচছে পেখম তুলে রে ..
আরে ঢিপিং ঢিপিং বাজনা কুথাও
বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে,
ঢিপিং ঢিপিং বাজনা কুথাও
বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে।

তাং ধাতুং, ধাং তুং তুং, ধাং তুং তুং
ধাকিন গিজা।
মাদল বাঁশি বাজে তালে তালে
মাদল বাঁশি বাজে তালে তালে।

tnx to all

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *