কেমনে ভুলিবো আমি ami tomakei bole debo|আমি তোমাকেই বলে দেব|Sanjib chowdhury|Bangla lyrics
বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর
না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর সে বিনে মোর শুন্য বাসর
সে বিনে মোর শুন্য বাসর
আমি জিয়ন্তে মরা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কূল ও মানের আশা ছেড়ে
মন ও প্রাণ দিয়াছি যারে
কূল ও মানের আশা ছেড়ে
মন ও প্রান দিয়াছি যারে এখন সে কাঁদায়া আমারে
এখন সে কাঁদায়া আমারে
একি তার প্রেমের ধারা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা আসার পথে চেয়ে থাকি
যারে পাইলে হবো সুখি
আসার পথে চেয়ে থাকি
যারে পাইলে হবো সুখি এ করিমের মরণ বাকি
এ করিমের মরণ বাকি
হইলো না অঝোরধারা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো