কি করে বলিবো আমি
আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা কেউ কোনদিন আমারে তো
কেউ কোনদিন আমারে তো
কথা দিলো না
কথা দিলো না বিনিসুতার মালাখানি
বিনিসুতার মালাখানি Keno Piriti Barailare Bondhu|কেন পিরিতি বাড়াইলারে বন্ধু|Abdul karim|Bangla lyrics গাঁথা হইলো না
গাঁথা হইলো না ও… এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ
তোমার
বুঝতে গেলে সোনার অঙ্গ
পুড়ে হবে কালা ও… লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
হাতের কাছে ভরা কলস
আমার
হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না কেউ কোনদিন আমারে তো
কেউ কোনদিন আমারে তো
কথা দিলো না
কথা দিলো না ও… ভালোবাসার অপরাধে
হয়েছিল দোষী
তাই বলে কি থেমে ছিল
বলো
তাই বলে কি থেমে ছিল
কদমতলার বাঁশি ও… দংশিলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
এই মরণ যে সুখের মরণ
হায়রে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে কেউ কোনদিন আমারে তো
কেউ কোনদিন আমারে তো
কথা দিলো না
কথা দিলো না বিনিসুতার মালাখানি
বিনিসুতার মালাখানি
গাঁথা হইলো না
গাঁথা হইলো না