• Thu. Apr 24th, 2025

Ki kore Bolibo Aami|কি করে বলিবো আমি|Abdul hadi|Bangla lyrics|

Bymelomasum

Oct 30, 2024
কি করে বলিবো আমি
কি করে বলিবো আমি
আমার মনে বড় জ্বালা
মনে বড় জ্বালা

কেউ কোনদিন আমারে তো
কেউ কোনদিন আমারে তো
কথা দিলো না
কথা দিলো না

বিনিসুতার মালাখানি
বিনিসুতার মালাখানি

Keno Piriti Barailare Bondhu|কেন পিরিতি বাড়াইলারে বন্ধু|Abdul karim|Bangla lyrics

গাঁথা হইলো না
গাঁথা হইলো না

ও… এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ
তোমার
বুঝতে গেলে সোনার অঙ্গ
পুড়ে হবে কালা

ও… লালন মরলো জল পিপাসায়
থাকতে নদী মেঘনা
হাতের কাছে ভরা কলস
আমার
হাতের কাছে ভরা কলস
তৃষ্ণা মেটে না

কেউ কোনদিন আমারে তো
কেউ কোনদিন আমারে তো
কথা দিলো না
কথা দিলো না

ও… ভালোবাসার অপরাধে
হয়েছিল দোষী
তাই বলে কি থেমে ছিল
বলো
তাই বলে কি থেমে ছিল
কদমতলার বাঁশি

ও… দংশিলে পিরিতের বিষে
ওঝা মেলে নারে
এই মরণ যে সুখের মরণ
হায়রে
এই মরণ যে সুখের মরণ
দেখলাম জনম ভরে

কেউ কোনদিন আমারে তো
কেউ কোনদিন আমারে তো
কথা দিলো না
কথা দিলো না

বিনিসুতার মালাখানি
বিনিসুতার মালাখানি
গাঁথা হইলো না
গাঁথা হইলো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *