কিছু কথা ছিল মুখে
হুঁহুঁ হুঁ .. বাজে সে সুর বুকে,
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানিনা কেন যে বাজে সে সুর বুকে। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
আমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশী।
তোমারই সে কথা স্বপ্নেরই রুপকথা
জানিনা আমায় ভরালো এ কোন সুখে,
কিছু কথা ছিলো চোখে
কিছু কথা ছিল মুখে,
জানিনা কেন যে বাজে সে সুর বুকে। কাকে বলে প্রেম বুঝিনি কখনও আগে
নিজেকে যে তাই আজ এত ভালো লাগে।
এইতো প্রথম জীবনে ফাগুন এলো
আবির মাখানো রক্তিম কিংশুকে,
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিলো মুখে,
জানিনা কেন যে বাজে সে সুর বুকে। tnx all