• Wed. Feb 12th, 2025

Kokhono Valobashoni|কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়|Asif akbar|Bangla lyrics|

Bymelomasum

Oct 30, 2024
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
জীবনের ডাইরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়

Khoma Kore Diyo|ক্ষমা করে দিও আমাকে|Asif akbar|Bangla lyrics

কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়

হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে
পুরোনো কথা মনে পড়তেই জল আসে দু’চোখে
হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে
পুরোনো কথা মনে পড়তেই জল আসে দু’চোখে

পেয়েছো কি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙেছো হৃদয়?
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়

সুখেরই জীবন নস্ট করে দিয়েছো নিজেরই হাতে
চাইনা আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাঁদাতে
সুখেরই জীবন নস্ট করে দিয়েছো নিজেরই হাতে
চাইনা আমি ছলনার প্রেম যে প্রেম জানে কাঁদাতে

সময়ের ব্যবধানে কেন তুমি আজ পেলেনা সুখের পরিচয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়
জীবনের ডাইরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়
কখনও ভালোবাসোনি করেছো শুধু অভিনয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *